ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চার বছর আগের পরিসংখ্যানে বেকার ২৬ লাখ

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
চার বছর আগের পরিসংখ্যানে বেকার ২৬ লাখ

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের বেকার নাগরিকদের আপডেটেড কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। চার বছর আগের পরিসংখ্যান দিয়েই চলছে বেকারত্ব দূরীকরণের কাজ।

সর্বশেষ ২০১০ সালে পরিসংখ্যান ব্যুরো পরিচালিত শ্রমশক্তি জরিপ থেকে দেশের বেকার সংখ্যার তথ্য সংসদকে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

মো. মজিবুল হক বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান কার্যক্রম পরিচালিত হয় না। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত শ্রমশক্তি জরিপ-২০১০ অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ।

এর আগে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৪ সালের ২৯ জুন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছিলেন, বেকার সংখ্যা নির্ণয়ের কোনো জরিপ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় না। তবে পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভে, ২০১০ অনুসারে দেশে বেকার লোকের সংখ্যা ২ দশমিক ৬ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।