ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গোপালগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: হরতাল ও অবরোধের নামে সহিংসতা থেকে দেশ ও জীবন রক্ষা, জঙ্গিবাদ নির্মূল ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চ গোপালগঞ্জ শাখা এ কর্মসূচি পালন করে।



মানববন্ধন চলাকালে অ্যাডভোকেট আহম্মেদ নওশের আলী মিটু সরদার, নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা হরতাল ও অবরোধের নামে সহিংসতা বন্ধ করে জনসাধারণের জানমাল রক্ষা ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।