ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি: প্রতীকী

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় হিমেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সাগর (২৬) নামে অপর আরোহী আহত হয়।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাজারে বাবলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ভান্ডারবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে।

আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে তারা দু’জন বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাবলু ফিলিং স্টেশনের সামনে বিপরীতমুখী বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে হিমেল ও সাগর গুরুতর আহন হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হিমেলের মৃত্যু হয়।

শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।