ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে শহীদ হারুণ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গৌরীপুরে শহীদ হারুণ দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নানা কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হারুণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) শহীদ হারুণ স্মৃতি পরিষদ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রভাতফেরী, হারুণ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ-দোয়া মাহফিল, দরিদ্র ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।



আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির। হারুণ স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহীদ হারুণের ছোট ভাই শফিকুল আলম, হারুণ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

১৯৬৯ সালে ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের সময় ঢাকা নবকুমার ইনস্টিটিউট এর শিক্ষার্থী মতিউর রহমান পুলিশের গুলিতে শহীদ হন। পরে সারাদেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে।

আর এই বিক্ষোভের জের ধরেই ২৭ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে তৎকালীন থানা ছাত্রলীগের সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ ফজলুল হকের নেতৃত্বে গৌরীপুর কলেজ থেকে ছাত্ররা মিছিল বের করে।

মিছিলটি শহরের মধ্যবাজার ধানমহালের কাছে আসা মাত্রই আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন গৌরীপুর কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আজিজুল হক হারুণ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।