ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণজাগরণ মঞ্চের সন্ত্রাসবিরোধী গণঅবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বরিশালে গণজাগরণ মঞ্চের সন্ত্রাসবিরোধী গণঅবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: রাজনীতির নামে মানুষ হত্যা বন্ধ করো, দল মত নির্বিশেষে সহিংসতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী গণঅবস্থান ও সমাবেশ করেছে বরিশাল গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার বিকেল ৫টায় অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের সংগঠক নিগার সুলতানা হনুফা, নজরুল বিশ্বাস, নাসরিন আক্তার পপি, সিদ্দিকুর রহমান ও কমিউনিস্ট পার্টির একে আজাদ প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে হরতাল অবরোধের নামে সারাদেশে সহিংসতা বন্ধ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

বক্তারা বলেন, রাজনীতির নামে মানুষ হত্যা আর চলবে না। আন্দোলন করতে হলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিন। নয়তো রাজনীতির ধরণ পরিবর্তন করুন।


বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।