ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
নরসিংদীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ট্রাকে আগুন ছবি: প্রতীকী

নরসিংদী: নরসিংদীতে ট্রাকের চাপায় মুন্নি (১৩) নামে এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা অবরোধ করে রাখে তারা।



মঙ্গলবার বিকেল ৪টায় শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘট‍না ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মুন্সী ও তার ছোট বোন মুনমুনকে নিয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পার হতে গিয়ে ঢাকা থেকে ভৈরবগামী একটি মালবাহী ট্রাক মুন্নিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মুন্নির মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে শত শত জনতা রাস্তা অবরোধ করে রাখে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।

ওসি আরো জানান, খরর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল শুরু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।