ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৭ চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
আড়াইহাজারে ৭ চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় হঠাৎ করে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চিকিৎসক লোকমান উদ্দিন আজাদ।

এ সময় সাত চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে এ নোটিশ দেন তিনি। তবে তার চলে যাওয়ার পর অনেক চিকিৎসক কর্মস্থলে আসতে শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রমেশ চন্দ্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নোটিশ পাওয়া এসব চিকিৎসক হলেন- চিকিৎসক সাবাহ, নূর ফতেহ, রেনেসা, লিজা আকতার. তাপু, নাদিয়া ও হিমেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এদের মধ্যে ৪জন রয়েছেন ছুটিতে। ২০জন চিকিৎসকের মধ্যে অনুপস্থিত ছিলেন ৭জন। এ কারণেই তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।