ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজী সেলিম হাইব্রিড গাড়ি চালান!

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হাজী সেলিম হাইব্রিড গাড়ি চালান!

জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সঙ্গে রসিকতা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিল-২০১৫’ পাস হয়।

বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব করেন হাজী সেলিম।
 
জনমত যাচাইয়ের প্রস্তাব উত্থাপন করার সময় তিনি বলেন, বিদ্যুতের উন্নয়ন ও গবেষণার জন্য বিল পাস করা হচ্ছে। সরকার কোটি টাকা ব্যয় করছে বিদ্যুতের উন্নয়নে। কিন্তু আজ (মঙ্গলবার) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত গ্রিন রোড এলাকায় বিদ্যুৎ ছিলো না, বিদ্যুৎ গেল কই?

‘এটা কি সুভঙ্করের ফাঁকি?’ বলে প্রশ্ন হাজী সেলিম।

তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকাতে আজ আমি শুধু কলা-রুটি খেয়ে সংসদে এসেছি। আসতে অনেক দেরি হয়েছে। যে কারণে আজ অনেক কিছুই উত্থাপন করতে পারিনি।
 
হাজী মো. সেলিমের প্রস্তাব প্রসঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ না থাকার সাথে সংসদে দেরি করে আসার কী সম্পর্ক? তার গাড়ি কি তাহলে হাইব্রিড গাড়ি! মাননীয় সদস্য হয়তো হাইব্রিড গাড়ি চালান তাই বিদ্যুতের প্রয়োজন হয়।
 
বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হতেই পারে। মাঝে মধ্যেই এ সমস্যা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।