ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে হেরোইনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
গাংনীতে হেরোইনসহ আটক ১ ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সাত গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল তাকে আটক করে।



আটক শহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি নুরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক শহিদুল ইসলাম শীর্ষ হেরোইন বিক্রেতা। তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।