ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হিন্দি চলচ্চিত্র আমদানি করছে স্বার্থান্বেষী মহল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হিন্দি চলচ্চিত্র আমদানি করছে স্বার্থান্বেষী মহল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধু চলচ্চিত্রই নয়, আমাদের ভাষা, শিল্প-সংস্কৃতিকে ধবংস করার উদ্দেশ্যে হিন্দি চলচ্চিত্র আমদানি করছে একটি স্বার্থান্বেষী মহল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের একটি প্রতিবাদ অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার।



তিনি বলেন, স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও সমৃদ্ধির জন্য বিদেশি চলচ্চিত্রের আমদানি ও প্রদর্শন সর্ম্পূণভাবে নিষিদ্ধ করেছিলেন।

তখন থেকেই একটি স্বার্থান্বেষী, দেশদ্রোহী গোষ্ঠী এদেশে হিন্দি-উর্দু চলচ্চিত্র প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় ‘ইন উইন এন্টারপ্রাইজ’ কৌশলে ভারতীয় বাংলা ছবি -জোড়, সংগ্রাম ও বদলা প্রদর্শন করে।

তিনি আরো বলেন, আমদানি নিষিদ্ধ থাকার পরও ‘ইন উইন এন্টারপ্রাইজ’ পুনরায় ভারতীয় নয়টি হিন্দি ছবি এলসি করার চেষ্টা চালাচ্ছে। যার মধ্যে চারটি ছবি হলো- ওয়ান্টেড, ডন ২, তারে জমিন পার ও থ্রি ইডিয়টস।

আর কোনোভাবেই হিন্দি-উর্দু চলচ্চিত্র আমদানি করতে দেওয়া হবে না বলে সোমবার (২৬ জানুয়ারি) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আমাদের নিশ্চিত করেছেন। তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার আশ্বাসেই আমরা আন্দোলন স্থগিত রেখেছি বলে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহ সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক শাকিব খান ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর, নৃত্য শিল্পী হাবিব রেজা, পরিচালক সাইদুর রহমান, আবু মুসা দিপু, আবদুর রব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।