ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় ৩শ যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় ৩শ যানবাহন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো )

মুন্সীগঞ্জ: মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

লৌহজংয়ের শিমুলিয়া এলাকায় এপ্রোচ সড়ক নির্মাণ কাজ অব্যাহত থাকা ও কাওড়াকান্দি প্রান্তে মালবাহী গাড়ির চাপ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



তবে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি বহরে থাকা সবগুলো (১৭টি) ফেরি চলাচল অব্যাহত থাকায় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আখতার হোসেন জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের পর থেকে কাওড়াকান্দি প্রান্তে যানবাহনের চাপ ও লৌহজংয়ের শিমুলিয়া এলাকায় এপ্রোচ সড়ক নির্মাণ কাজ অব্যাহত থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, মাওয়া প্রান্তে অর্ধশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, অবরোধের কারণে আটকে পড়া মালবাহী যানবাহন গুলো রাজধানীনহ বিভিন্ন জেলায় রওনা হওয়ায় কাওড়াকান্দি প্রান্তে যানবাহনের চাপ রয়েছে। এ প্রান্তে প্রায় আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।