ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রবীণ সাংবাদিক আলী আশরাফ আর নেই

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
প্রবীণ সাংবাদিক আলী আশরাফ আর নেই খোন্দকার আলী আশরাফ

ঢাকা: বরেণ্য সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য খোন্দকার আলী আশরাফ আর নেই| মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...... রাজেউন)|

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন খোন্দকার আলী আশরাফ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর| তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন|

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে| বাদ এশা উত্তরার ৫নং সেক্টর মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমকে উত্তরার ১৪নং সেক্টরের গোরস্থানে দাফন করা হবে|

খোন্দকার আলী আশরাফ ১৯৩৬ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্মগ্রহণ করেন| ১৯৫৭ সালে দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে তিনি সাংবাদিকতা পেশায় যোগদান করেন| তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেন| দৈনিক বাংলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এ পত্রিকার চিফ সাব এডিটর, ফিচার এডিটর ও সিনিয়র সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন|

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে এমএ ডিগ্রি নিয়ে খোন্দকার আলী আশরাফ সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন|

তিনি স্বনামধন্য কলামিস্ট ছিলেন| বিশেষ করে তার ব্যাঙ্গাত্মক রসপূর্ণ লেখা পাঠকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল| Ôদুর্জন উবাচÕ নামে তিনি ব্যাঙ্গাত্মক কলাম লিখতেন| এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার কলাম রয়েছে| তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দুর্জন উবাচ (পাঁচ খণ্ড), পত্র মিদং, থ্যাংক ইউ জীভস| 

খোন্দকার আলী আশরাফের ইন্তেকালে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে| জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোক বার্তায় বলেন, খোন্দাকার আলী আশরাফ ছিলেন সাংবাদিকতা জগতের এক অনন্য প্রতিষ্ঠান| তার নিষ্ঠা, সাধনা, আদর্শ ও পেশার প্রতি অঙ্গীকার তরুণ সাংবাদিকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে|

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।