ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতেও রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পুরো রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে অবরোধকে কেন্দ্র করে নাশকতাকারীদের কর্মকাণ্ড প্রতিরোধে আগের মতো বিজিবি মোতায়েন থাকছে।
মুহম্মদ মুহসীন রেজা জানান, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে নজরদারি রাখবে মোতায়েন করা বিজিবি সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫