রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার অলটেক্স পোশাক কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মনির চৌধুরীর স্বাক্ষারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- মঙ্গলবার পরিদর্শন করে দেখা যায় অলটেক্স পোশাক কারখানাটি ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে আসছে। যা পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে।
আর এ অপরাধে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন কারখানাটিকে ৪ লাখ টাকা জরিমানা করেন।
এসময় কারখানার মালিকপক্ষ অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫