লালমনিরহাট: সরকারের ডিজিটাল কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে লালমনিরহাটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
১৮টি স্টল নিয়ে এ ডিজিটার উদ্ভাবনী মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলায় থাকছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ইনোভেশন বিষয়ক সেমিনার।
এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে তথ্যপ্রযুক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। আইটিতে বিশেষ অবদান রাখায় সমাপনী অনুষ্ঠানে ১৫জনকে পুরুস্কার দেওয়া হবে।
রুচিসম্মত ফেস্টুন, রকমারি ডিজাইন আর ফ্রি বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানকারী আদিতমারী উপজেলা পরিষদের স্টল প্রথম দিনই দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, জেলার আইটি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫