বান্দরবান: বান্দরবানে দুইশ ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলিসহ ৪ যুবককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান-চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক এবং এসব গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- পাউসিং ম্রো (৩৫), মেনওয়াই ম্রো (৩৪) নিরুত ম্রো (৩২) ও ট্যাক্সি চালক পিউ তঞ্চঙ্গ্যা (৩৭)।
এরা সবাই বান্দরবানের চিম্বুক রামারি পাড়া, টাইগার পাড়া ও তালুকদার পাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চিম্বুক সড়কের মিলনছড়ি পুলিশ ক্যাম্পে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় (বান্দরবান-থ-১১) তল্লাশি চালিয়ে দুইশ ৩ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে এম-১৬, থ্রি নট থ্রি ও চাইনিজ রাইফেলের গুলি ২০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে তারা কি উদ্দেশে গুলিগুলো বান্দরবানে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদেরকে আটকের পর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫