ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে আ’লীগ নেতার মৃত্যু ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দের চালা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান খান (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান খান মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে ঈশ্বরদীগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহত মান্নান খান কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চালা শাহবাজপুর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।