ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের লক্ষ্মীপুর নামকস্থানে আখবাহী ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আখ নিয়ে ঠাকুরগাঁও চিনি কলে আসছিলো ট্রাকটি। ট্রাকটি পেছন থেকে সাইকেল আরোহী রফিককে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।
রফিক সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫