মেহেরপুর: অবশেষে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলায় র্যাফেল ড্র’তে দুর্নীতি হাউজি বাম্পারের নামে জুঁয়া খেলা বন্ধ, স্থানীয় ডিস ক্যাবল টিভিতে সরাসরি সম্প্রচার ও মাইকিং বন্ধের নির্দেশ দিয়েছেন মেহেরপুর সহকারী জজ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে এ আদেশ দেন সহকারী জজ ফারুক হোসেন।
এর আগে মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও জজ কোর্টের আইনজীবী ইয়ারুল ইসলাম মেলায় দুর্নীতির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেন বাংলানিউজকে জানান, আমরা এখনও কোর্টের আদেশ কপি হাতে পাইনি। পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতি বছর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় হাউজি বাম্পারের নামে জুঁয়া খেলার আসর,অশ্লীলতা, নগ্নতা, প্রতিদিন উল্লাস ৠাফেল ড্র’র নামে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠে মেলা কমিটির বিরুদ্ধে।
এদিকে জেলার সাধারণ মানুষ জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উল্লাস ৠাফেল ড্র পরিচালনা করে জেলা থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আয়োজকরা। প্রতিদিন লোভনীয় অফারে জেলার খেটে খাওয়া মানুষকে নিঃস্ব করে ফেলেছে এ মেলা আয়োজকরা।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫