নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়া ইউনিয়নের মাধববাড়িয়া গ্রামে একটি গর্ত থেকে চাঁন মিয়া ( ৪৫ ) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাধবাড়িয়া গ্রামের মাঠে একটি গর্তে ক্ষতবিক্ষত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ফাগুয়াড়দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মজনু রহমান জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চাঁন মিয়ার বাড়ি একই উপজেলার সোনাপুর গ্রামে। সেখানে তার প্রথম স্ত্রী থাকেন। বছর দশেক আগে মাধববাড়িয়া গ্রামের আবাস আলীর মেয়ে আফরোজা আক্তারকে বিয়ে করে ঘরজামাই থাকতেন চাঁন মিয়া। আফরোজার বিরুদ্ধে তার প্রথম স্বামী লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ইদ্রিস আলীকে হত্যার অভিযোগ রয়েছে। এই হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫