ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ নারীর আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
রূপগঞ্জে ২ নারীর আত্মহত্যা

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ ‍উপজেলার পৃথক এলাকায় পিয়ারা বেগম (৪০) ও শিবু আক্তার (১৫) নামে দুই নারী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া ও রুপসী এলাকা থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।



পিয়ারা বেগম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মিছিন্তপুর এলাকার আলী আকবরের স্ত্রী। তারা রুপসী এলাকার জামান মীরের বাড়িতে বসবাস করে আসছিলেন। অপরদিকে, শিবু আক্তার নোয়াপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, (২৭ জানুয়ারি) মঙ্গলবার মধ্যরাতে রুপসী এলাকায় আলী আকবরের সঙ্গে অভিমান করে তার স্ত্রী পিয়ারা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে পিয়ারা বেগমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

অপরদিকে, প্রায় একই সময় নোয়াপাড়া এলাকার শিবু আক্তার নামে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিবু আক্তারের মৃতদেহ উদ্ধার করে। তবে তিনি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠ‍ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।