মৌলভীবাজার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছুলে অবরোধকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে পালিয়ে যায়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে বাসটি পাওয়া যায়নি তাবে রাস্তায় ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫