ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
লোহাগড়ায় অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে অগ্নিকাণ্ডে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামের আব্দুল খান, ইসলাম খান, আব্বাস খান, শাহজাহান খান, মুরাদ খান, ইসরাফিল ইব্রাহিম।  
ক্ষতিগ্রস্ত শাহজাহান খান ও মুরাদ খান বাংলানিউজকে জানান, আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, নড়াইল শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।