ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনা, রাজধানীবাসীর ভোগান্তি

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনা, রাজধানীবাসীর ভোগান্তি ফাইল ফটো

ঢাকা: বর্ষায় সামান্য  বৃষ্টিতেই  জলাবদ্ধতার কবলে পড়েন রাজধানীবাসী। এমনকি শহরের প্রধান সড়কেও জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বিশেষ করে নগরীর উত্তর-পাশ্চিমাঞ্চলের উত্তরা, পল্লবী ও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় সামান্য বৃষ্টি হলেই পথ-ঘাট তলিয়ে যায়।

সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসীকে রেহাই দিতে ২০১০ সালের জুলাইয়ে ‍কাজ শুরু করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।  

ওই প্রকল্পের আওতায় ৫৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে পানি নিষ্ক‍াশন ব্যবস্থার উন্নতি করে জলাবদ্ধতা দূর করার কথা। কিন্তু সে অনুযায়ী কোনো কাজ হয়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নগরীর উত্তর-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ সহসাই হচ্ছে না। ‘গোড়ান চটবাড়িতে অতিরিক্ত পাম্প স্টেশন নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হয়নি।

এভাবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পটির ব্যয় বাড়ার মধ্য দিয়েই সময় পার করছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

সূত্র জানায়, নগরীর উত্তর-পশ্চিমাঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু হয় ২০১০ সালের জুলাই মাসে। ‍ ২০১২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ২০১৫ সালেও তা বাস্তবায়ন হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, ওই সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৭৯ কোটি ৮৩ লাখ টাকা। নির্দিষ্ট মেয়াদে কাজ সম্পন্ন না হওয়ায় এ ব্যয় আরও বেড়েছে।

এর কারণ হিসাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, বিভিন্ন কারণে প্রকল্পের কাজ সময় মতো সম্পন্ন করা সম্ভব হয়নি। এরমধ্যে বাড়তি ব্যয়ের বিষয়টি উল্লেখ্যযোগ্য।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নির্দিষ্ট মেয়াদের তিনবছর পর প্রকল্পের ব্যয় করা হয়েছে ২০ কোটি টাকা। আর সময় বাড়ানো হয়েছে চলতি বছরের জুন মাস পর্যন্ত।

প্রকল্পটি গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে পানি উন্নয়ন বোডের এক কর্মকর্তা বলেন, ১৯৮৭ এবং ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাদ যায়নি রাজধানী ঢাকা শহরও। জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি দূর করতেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।  

তিনি বলেন, বিভিন্ন কারণে সময় মতো প্রকল্পটি সম্পন্ন হয়নি। তবে আশা করছি তা দ্রুত সময়ে শেষ হবে।

‘প্রকল্পের আওতায় বাড়তি কিছু নির্মাণ সামগ্রী ও পাম্প স্টেশন নির্মাণ করা হবে। এজন্য প্রকল্পটির সময় ও ব্যয় বাড়ানোর আবেদন করা হয়েছে। ’—বলেন এই কর্মকর্তা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা জি সি সূত্রধর বাংলানিউজকে বলেন, ঢাকার এরিয়া প্রতিনিয়ত বেড়েই চলেছে। এছাড়া বৃষ্টির পানির ভলিয়মও বেড়েছে। যে কারণে বছরের পর বছর একটি করে ইউনিট বাড়াতে  হচ্ছে।

অতিরিক্ত পাম্প স্টেশন স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, ইউনিটের পাশাপাশি পাম্প স্টেশনও বাড়াতে হচ্ছে। এজন্য প্রকল্প বাস্তবায়নেও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।