ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
মুরাদনগরে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ইমন হোসেন ভূঁইয়া (২২) নামে ঢাকার তিতুমীর কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজনগর গ্রামের আব্দুল হাকিমের মৎস্য প্রকল্প এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

 
 
ইমন উপজেলার বাহেরচর গ্রামের অধ্যাপক জামির হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।  
 
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে ইমন তার বন্ধু শাহিনের সঙ্গে কোম্পানীগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। পথে রাজনগর এলাকায় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ইমনকে অপহরণ করে নিয়ে যায়।  
 
এ সময় শাহিন দুর্বৃত্তদের কবল থেকে প্রাণে রক্ষা পেলেও অনেক খোঁজাখুঁজি করে ইমনকে আর পাওয়া যায়নি।  
 
পুলিশ জানায়, দুপুরে রাজনগর গ্রামের আব্দুল হাকিমের মৎস্য প্রকল্প এলাকায় স্থানীয়রা ইমনের মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।   
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫    
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।