ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধে নাশকতা মামলার তদন্ত চলছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
অবরোধে নাশকতা মামলার তদন্ত চলছে

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-সহিংসতায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে আসলে সঠিক পরিসংখ্যান ও অগ্রগতি জানা যাবে।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন এবং খোরশেদ আরা হক জ্বালাও-পোড়াও নিয়ে দায়ের করা মামলার পরিসংখ্যান ও অগ্রগতি জানতে চান।

নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলা হয়েছে তা এখনও তদন্ত পর্যায়ে রয়েছে। আদালতে আসেনি। আদালতে আসলে তখন সঠিক তথ্য আমার হাতে আসবে এবং আইনি ব্যবস্থা হবে।
 
খোরশেদ আরা হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, কতগুলো মামলা হয়েছে তা জানাতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫ চূড়ান্ত
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না
** হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।