ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ল্যাবএইডের কম্বল বিতরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সম্প্রতি কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ল্যাবএইড ও তার সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)কর্তৃপক্ষ।

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় বন্যা আশ্রয় কেন্দ্রের মাঠে প্রায় ১হাজার ২শ শীতার্ত নারী- পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।



ল্যাবএইড গ্রুপের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া অর্থ দিয়ে কেনা এ সকল কম্বল এই তীব্র শীতের মাঝেও কিছুটা হাসি ফোঁটায় কুড়িগ্রামের চর অঞ্চলের হতদরিদ্র এসব অসহায় মানুষের মুখে।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ল্যাবএইড গ্রুপের পক্ষে এ জি এম, কর্পোরেট কমিউনিকেশন সাইফুর রহমান লেনিন এবং মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান ডা: মো: এনামুল হক। এ সময় ল্যাবএইড গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তা ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।