ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এমপিদের গাড়িতে নতুন স্টিকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
এমপিদের গাড়িতে নতুন স্টিকার

সংসদ ভবন থেকে : সংসদ সদস্য (এমপি), সংসদ সদস্যের স্ত্রী এবং জাতীয় সংসদের কাজে ব্যবহৃত গাড়িতে নতুন স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ স্টিকার সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে সংসদ অধিবেশনে।

  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, এখন যে স্টিকারটি নতুনভাবে সরবরাহ করা হবে, তাতে জাতীয় সংসদের একটি হলোগ্রাম থাকবে, যার নামে স্টিকারটি ইস্যু করা হবে সেখানে তার গাড়ির নম্বর থাকবে। যাতে ইস্যুকারী কর্তৃপক্ষ সহজেই গাড়ি এবং এর ব্যবহারকারীকে শনাক্ত করতে পারেন।

‘এমপিদের ব্যবহারের জন্য একটি এবং তাদের পরিবারের ব্যবহৃত গাড়িতে ভিন্ন রঙের একটিসহ মোট দু’টি স্টিকার সরবরাহ করা হবে’-- জানান স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও ভিন্ন আরেকটি স্টিকার দেওয়া হবে।

শিগগিরই এসব স্টিকার দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** বঙ্গবন্ধুর আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ফলো করার দাবি
** অবরোধে নাশকতা মামলার তদন্ত চলছে
** ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫ চূড়ান্ত
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না
** হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।