ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
মেহেন্দিগঞ্জে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বরিশাল: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর থানার ভাষাণচর গ্রামে গাছ থেকে পড়ে শাহীন হাওলাদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।



শাহীন স্থানীয় আব্দুল কাদেরের ছেলে।

ওই কিশোরের স্বজনদের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, বিকেলে শাহীন গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় বাড়ির লোকজন শাহীনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।