ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের তালিকায় বীরঙ্গনাদের অন্তর্ভুক্তি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
মুক্তিযোদ্ধাদের তালিকায় বীরঙ্গনাদের অন্তর্ভুক্তি

জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিযোদ্ধাদের তালিকায় বীরঙ্গনাদের নাম অন্তর্ভুক্ত করার কথা সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি তাদের অবদান পাঠ্যপুস্তকেও সংযুক্তির জন্য শিক্ষামন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেন তিনি।

 
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে বেসরকারি দিবসে যশোর-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের এক সিদ্ধান্ত প্রস্তাবে উত্থাপিত বিষয় নিয়ে আলোচনাকালে মন্ত্রী এসব কথা বলেন। মনিরুল ইসলাম বীরঙ্গনাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। পরে মন্ত্রী তার মূল প্রস্তাবটি গ্রহণ করেন। এরপর সর্ব সম্মতিক্রমে বেসরকারি বিলটি পাস হয়।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বীরঙ্গনা বলে সম্মানিত করে গেছেন। জাতির পিতার দেওয়া সেই নামটাই যথার্থ বলে আমি মনে করি। এটা পরিবর্তন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনেক সংসদ সদস্যই বীরঙ্গনাদের নাম বীরকন্যা করার প্রস্তাব করায় মন্ত্রী এ কথা বলেন।
 
তিনি বলেন, বীরঙ্গনাদের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তাছাড়া তাদের ভাতা ১০ হাজার টাকা করার বিষয়েও আলোচনা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** এমপিদের গাড়িতে নতুন স্টিকার
** বঙ্গবন্ধুর আমলের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ফলো করার দাবি
** অবরোধে নাশকতা মামলার তদন্ত চলছে
** ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫ চূড়ান্ত
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না
** হরতাল-অবরোধে মামলার তারিখ পরিবর্তন হচ্ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।