ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেলিম উদ্দিন বিরোধী দলীয় হুইপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সেলিম উদ্দিন বিরোধী দলীয় হুইপ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনকে বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছেন।

সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য সেলিম উদ্দিনকে হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়।  

সংসদ সদস্য সেলিম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।