ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পেট্রোল বোমায় শ্রমিক দগ্ধের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ফেনীতে পেট্রোল বোমায় শ্রমিক দগ্ধের ঘটনায় মামলা

ফেনী: ফেনীতে অবরোধাকারীদের ছোড়া পেট্রোল বোমায় নওশাদ (৪০) নামে এক নির্মাণ শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনায় বিএনপির ২৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামশেদ আলম বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ, জেলা শিবিরের সভাপতি তারেক মাহমুদ, ফেনী সদর যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান মামুন, জেলা ছাত্রদলের সভাপতি নইমুল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক এসএম সালাউদ্দিন মামুন রয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে ফেনী সদরের কালিপাল এলাকায় পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হন নওশাদ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।