ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন- তোফাজ্জল হোসেন (৪৫), নজরুল ইসলাম (৩৫) সাকুল (৩২), সমজান আলী (৫৫), নুরনবী (৩২), রাজু আহমেদ (২২), লিখন (২৫), মুক্তার হোসেন (৩২), জহুরুল (২৫), সেলিম (২৭), সাইফুল (২৭), সুজন (২৭) শাহানাজ (৩৫), সামাদ (৪০), লুৎফা (৫২), সবুজ (১৮) ও শিউলী (৩৫)।



বৃহস্পতিবার দুপুরে শহরের পেট্রোবাংলা-চকসিংড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিংড়া ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে চকসিংড়া এলাকার সমজান আলী ও তোফাজ্জল হোসেনের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জমি নিয়ে সৎ ভাইদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।