ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামের ৪টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
চট্টগ্রামের ৪টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: পরিবেশগত ছাড়পত্র না নেওয়া পর্যন্ত চট্টগ্রামের পটিয়ায় বনফুল অ্যান্ড কোম্পানি (ফুড প্রডাক্টস) ও বনফুল মিনারেল ওয়াটার, আম্বিয়া পেপার মিলস, আনোয়ার পেপার মিলস ও মোস্তফা পেপার প্রডাক্টসের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে চট্টগ্রামের পটিয়ার হাবিলাস দ্বীপ ইউনিয়নে অবস্থিত ৪টি পেপার মিল, দু’টি পোশাক কারখানাসহ ৮টি প্রতিষ্ঠানের জন্য বসানো গভীর নলকূপ বন্ধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া এসব প্রতিষ্ঠানের বর্জ্য কৃষি জমি ও খালে ফেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট এ আদেশ দেন।

প্রতিষ্ঠানগুলো হলো- আম্বিয়া পেপার মিলস, মোস্তফা পেপার প্রডাক্টস, হাক্কানী পেপার অ্যান্ড পালপস, আনোয়ার পেপার মিলস, আম্বিয়া ডায়িং অ্যান্ড নিটিং মিলস, শাহ আমানত ডায়িং অ্যান্ড নিটিং, বনফুল অ্যান্ড কোম্পানি (ফুড প্রডাক্টস) ও বনফুল মিনারেল ওয়াটার।

অন্তবর্তীকালীন এসব আদেশের পাশাপাশি আদালত বেশ কয়েকটি রুল জারি করেন। রুলে পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না, ওই এলাকাকে পানি দুষ্প্রাপ্য এলাকা হিসেবে ঘোষণা করা হবে না এবং ওই এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে এ রিট আবেদনটি দায়ের করা হয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ইকবাল কবির লিটন।

তিনি বাংলানিউজকে জানান, বনফুল অ্যান্ড কোম্পানি (ফুড প্রডাক্টস) ও বনফুল মিনারেল ওয়াটার, আম্বিয়া পেপার মিলস, আনোয়ার পেপার মিলস ও মোস্তফা পেপার প্রডাক্টস- এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ কেউ ছাড়পত্র নবায়ন করেনি এবং কেউ কেউ ছাড়পত্র নেয়নি। তাই ছাড়পত্র নবায়ন বা না নেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।