ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে পেট্রোল বোমায় ট্রাকচালকের হাত দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সেনবাগে পেট্রোল বোমায় ট্রাকচালকের হাত দগ্ধ

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে সিমেন্টবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে চালকের দুই হাত আগুনে দগ্ধ হয়।


 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সেবারহাট পশ্চিম বাজার এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।
 
পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তবে, চালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
 
স্থানীয়রা জানায়, রাতে সেবারহাট পশ্চিম বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সিমেন্টবাহী ট্রাকে হঠাৎ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে চালকের দুই হাত আগুনে দগ্ধ হয়।  
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
 
ঘটনার পর দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।