ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

মোখলেছুর সভাপতি, হাবিবুর সাধারণ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
মোখলেছুর সভাপতি, হাবিবুর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও হাবিবুর রহমান

ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।   কমিটিতে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) মোখলেছুর রহমান সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, ডিএমপি’র ডিবি’র যুগ্ম কমিশনার মোঃ মনিরুল ইসলাম এবং আরআরএফ’র কমান্ড্যান্ট মোঃ মীজানুর রহমান।
 
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (সংস্থাপন) মোঃ আমিনুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) শেখ নাজমুল আলম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(পিআর অ্যান্ড এইচআরডি)  মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন্নাহার ও পুলিশ হেডকোয়ার্টার্সের ভারপ্রাপ্ত এআইজি (পিঅ্যান্ডআর) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ জায়েদুল আলম। দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) রিফাত রহমান শামীম। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(ওয়ারী) এস এম মোস্তাক আহমেদ খান। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(উত্তরা) মোঃ ইকবাল হোসেন।
 
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালা, ডিআইজি  (স্পেশাল ব্রাঞ্চ) মীর শহিদুল ইসলাম, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি অ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন ইন্সপেকশন অ্যান্ড অডিট) ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (আরএমটি) মোঃ আতিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ড. হাসান উল হায়দার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায়, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি  (গোপনীয়) মাহফুজুর রহমান, ঢাকার বিশেষ পুলিশ সুপার(সিটিএসবি) সৈয়দ নুরুল ইসলাম, ঢাকার পুলিশ সুপার (ডিটিসিবি)মনিরুজ্জামান টুকু, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার(তেজগাঁও) বিপ্লব কুমার সরকার।
 
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।