ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শিবির কর্মীর ১৩ মাসের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
গাজীপুরে শিবির কর্মীর ১৩ মাসের কারাদণ্ড

গাজীপুর: গাজীপুরে পিকেটিংকালে ফারুক আহম্মেদ নামে এক শিবির কর্মীকে আটক করে ১৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।



জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-২ ইনস্পেক্টর মমিনুল ইসলাম বলেন, সকালে মোগড় খাল এলাকায় বাসে ইট-পাটকেল মারার সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশ। সন্ধ্যায়  গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে তাকে এ সাজা দেন।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।