ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা বিভাগেই থাকতে চান টাঙ্গাইলবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ঢাকা বিভাগেই থাকতে চান টাঙ্গাইলবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নবঘোষিত ময়মনসিংহ বিভাগে নয়, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবি জানিয়েছেন টাঙ্গাইলবাসী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।



‘টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চায়’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করেন ঢাকাস্থ টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা।

মানববন্ধনে টাঙ্গাইল জেলার ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার, ফেস্টুনে লেখা ছিল- ‘টাঙ্গাইলকে ঢাকা থেকে পৃথক করা চলবে না’, ‘রাজধানীর সীমানা, টাঙ্গাইলের ঠিকানা’ ও ‘যাবো না যাবো না, ঢাকা ছেড়ে যাবো না’।

আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মেহেরুল হাসান সোহেল বলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে বিভাগ করার ঘোষণা করে ময়মনসিংহবাসীর দাবি মেনে নিয়েছেন। এজন্য আমারা তাকে স্বাগত জানাই। তবে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ঐতিহাসিকভাবে ঢাকার সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন, টাঙ্গাইলবাসীর লেখাপড়া থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজই ঢাকামুখী। কিন্তু ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্ত করা হলে আমরা বিভিন্ন সমস্যার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবো।

তাই সার্বিক দিক বিবেচনা করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার জন্য দাবি জানান তিনি।
এ দাবি মানা না হলে আগামী বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মেহেরুল হাসান সোহেল।

ঢাবি শিক্ষার্থী আনোয়ার হোসাইন সাগর বলেন, ভৌগলিকভাবে টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলে দৃশ্যমান হলেও প্রশাসনিক ও প্রকৃতভাবে টাঙ্গাইলের নিজস্ব একটি স্বাতন্ত্র্য রয়েছে। সব বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, ময়মনসিংহবাসীর আবেগের প্রতি আমাদের সম্মান রয়েছে। আপনি তাদের সম্মানিত করেছেন। এবার আমাদের দাবি মেনে নিয়ে আমাদের জেলার স্বাতন্ত্র্য বজায় রাখতে সহযোগিতা করুন।
 
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাবির কবি জসীম উদদীন হলের ছাত্রনেতা মেহেদী হাসান রনি, ফজলুল হক মুসলিম হলের ছাত্রনেতা মাহমুদুল হাসান, মশিউর রহমান শরীফ, নাজমুল হাসান, ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী নেত্রী শেখ মারুফা নাবিলা ও জগন্নাথ বিশ্ববিধ্যালয়ের ছাত্রনেতা হিমেলুর রহমান হিমেল, জহুরুল হক  রাসেল ।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।