ঢাকা: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এ সময়ে নাশকতারোধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করেছেন।
তিনি জানান, এর মধ্যে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে ৮৯ প্লাটুন বিজিবি। পাশাপাশি বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।
সবগুলো প্লাটুন শুক্রবার (৩০ জনুয়ারি) ভোর ৬টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে।
এছাড়াও প্রয়োজনে সারাদেশে মোতায়েনের জন্য আরো ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
** হরতালের রাতে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি