সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের (২০১৫) নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে ৯ জন এবং ১৪ দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে সভাপতি-সম্পাদকসহ ৮ জন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নূরুল আমীন (রুনু) সভাপতি, আবুল কালাম আজাদ ভুলু ও লুৎফর রহমান সহ-সভাপতি, এস এম আব্দুল ওহাব সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ সহ-সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন কোষাধ্যক্ষ সম্পাদক, আব্দুল লতিফ সরকার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, নুর মোহাম্মদ নুরু গ্রন্থাগার সম্পাদক, লোকমান হাকিম সহ-গ্রন্থাগার সম্পাদক, বরাত আলী হিসাব নিরীক্ষক, তাজ উদ্দিন আহমেদ সহকারী-হিসাব নিরীক্ষক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ পাতা, আলহাজ্ব মো. আমান উল্লাহ মন্ডল, হেদায়েতুল ইসলাম, আব্দুর রহমান সরকার ও আবুল কাশেম।
নির্বাচনে ৩৫২ জন ভোটারের মধ্যে ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫