ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন নূরুল আমীন (রুনু) ও এস এম আব্দুল ওহাব

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের (২০১৫) নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে ৯ জন এবং ১৪ দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে সভাপতি-সম্পাদকসহ ৮ জন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাত আড়াইটার সময় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নূরুল আমীন (রুনু) সভাপতি, আবুল কালাম আজাদ ভুলু ও লুৎফর রহমান সহ-সভাপতি, এস এম আব্দুল ওহাব সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ সহ-সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন কোষাধ্যক্ষ সম্পাদক, আব্দুল লতিফ সরকার সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, নুর মোহাম্মদ নুরু গ্রন্থাগার সম্পাদক, লোকমান হাকিম সহ-গ্রন্থাগার সম্পাদক, বরাত আলী হিসাব নিরীক্ষক, তাজ উদ্দিন আহমেদ সহকারী-হিসাব নিরীক্ষক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ পাতা, আলহাজ্ব মো. আমান উল্লাহ মন্ডল, হেদায়েতুল ইসলাম, আব্দুর রহমান সরকার ও আবুল কাশেম।

নির্বাচনে ৩৫২ জন ভোটারের মধ্যে ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।