বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮০ লাখ টাকা মূল্যের নিটিং মেশিনের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌর এলাকা থেকে এ চালানটি আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নিটিং মেশিনের চালানটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০টি নিটিং মেশিন আটক করা হয়।
যশোর-২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত মেশিনের দাম কমপক্ষে ৮০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫