বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় ইছামতি নদীর বাংলাদেশ অংশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিজিবি সূত্র জানায়, সকালে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্ত ঘেঁষা ভারতের ইছামতি নদীর ধারে টহল দেওয়ার সময় একটি মৃতদেহ ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে।
তবে মৃতদেহ গরু ব্যবসায়ী না অবৈধ পারাপারকারীর এবং মৃত্যুর কারণ জানা যায়নি।
পুটখালী পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের মাথায় কাটা চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫