ঢাকা: সোনা মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশের ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে মন্তব্য করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেছেন, এটা ভুল বোঝাবুঝি ছিল।
এদিকে, আটক পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ, দুই পুলিশ কনস্টেবল ও পুলিশের গাড়ি চালককে ছেড়ে দিয়েছে শাহবাগ থানার পুলিশ।
রাজধানীতে বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে সিভিলে টহল দেওয়ার সময় পল্লবী থানার পুলিশ সোনা মিয়াকে তাদের গাড়িতে তুলে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও বিভিন্ন এলাকা ঘুরিয়ে শাহবাগ মোড় নামিয়ে দেয়।
এ সময় সোনা মিয়া চিৎকার দিলে পথচারীরা এগিয়ে এসে পুলিশের টিমকে আটকে রেখে শাহবাগ থানায় খবর দেয়। পরে শাহবাগ থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শুক্রবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে। আমি এখন থানার বাইরে আছি। থানায় গিয়ে বিষয়টি দেখবো।
অপরদিকে, সকাল নয়টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই শাহদাৎ বলেন, আমি কিছুক্ষণ আগে দায়িত্ব নিয়েছি। পরে ফোন দেন।
তবে সোনা মিয়া বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
** পল্লবী থানার এসআই, কনস্টেবলসহ আটক ৪