ঢাকা: সিল্কফ্লেক্স বাংলাদেশ লিমিটেড বাজারে আনলো উন্নতমানের স্ক্রিন প্রিন্টিং কেমিক্যাল। এর ফলে তৈরি পোশাক প্রিন্টিং জগতে যোগ হলো আরো অত্যাধুনিক প্রযুক্তি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে উন্নত প্রযুক্তির এই কেমিক্যালের লঞ্চিং হয়।
সিল্কফ্লেক্স মালয়েশিয়ার প্রস্তুতকৃত বিভিন্ন প্রিন্টিং কেমিক্যাল এদেশে বাজারজাত করে সিল্কফ্লেক্স বাংলাদেশ লিমিটেড।
সেমিনারে সিল্কফ্লেক্স মালয়েশিয়ার পরিচালক ড. এরিক এইচএল তান জানান, তারা এবার নয়টি উন্নত প্রযুক্তির প্রোডাক্ট বাজারে এনেছে। এই প্রোডাক্টগুলো হচ্ছে পলিমার বেইজড সর্বাধুনিক সবুজ প্রোডক্ট। যা এদেশের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশবান্ধব। এছাড়া এই পণ্যগুলো দামে সাশ্রয়ী এবং টেকসই। এই কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের টি-শার্ট বা গেঞ্জি প্রিন্ট করা হয়।
এ সময় সিল্কফ্লেক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. কবির মোল্লাসহ এখাতে সম্পৃক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫