ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এসিড নিক্ষেপ, অল্পের জন্য ছাত্রীর রক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
এসিড নিক্ষেপ, অল্পের জন্য ছাত্রীর রক্ষা ছবি: প্রতীকী

ঢাকা: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শেণির ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে এক বখাটে। তবে অল্পের জন্য বেঁচে গেছে ওই ছাত্রী।

  

এসিড হামলার শিকার ওই ছাত্রীর ভাই রহিম (ছদ্মনাম) জানায়, তার ভাইয়ের শ্যালক বখাটে আলামিন গতকাল (২৯ জানুয়ারি) লোক মারফতে তার বোনকে বিয়ের প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় আজ (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বাড়িতে প্রবেশ করে তার বোনকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। কয়েকফোঁটা এসিড মুখে লাগলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক সুলতানা রাজিয়া জানান, আক্রান্তের শরীরের একভাগও পুড়েনি। সে নিরাপদ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।