ঢাকা: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শেণির ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে এক বখাটে। তবে অল্পের জন্য বেঁচে গেছে ওই ছাত্রী।
এসিড হামলার শিকার ওই ছাত্রীর ভাই রহিম (ছদ্মনাম) জানায়, তার ভাইয়ের শ্যালক বখাটে আলামিন গতকাল (২৯ জানুয়ারি) লোক মারফতে তার বোনকে বিয়ের প্রস্তাব দেয়। তারা রাজি না হওয়ায় আজ (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বাড়িতে প্রবেশ করে তার বোনকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। কয়েকফোঁটা এসিড মুখে লাগলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের চিকিৎসক সুলতানা রাজিয়া জানান, আক্রান্তের শরীরের একভাগও পুড়েনি। সে নিরাপদ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫