ঢাকা: পেট্রোল বোমা নিক্ষেপকারীদের অ্যাসিড সন্ত্রাসীদের মতো সর্বোচ্চ দণ্ড ফাঁসি প্রদানের বিধান রেখে আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ফোরামের সদস্যরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষার নামে মানুষকে অগ্নিদগ্ধ, সাধারণ মানুষের জীবন জিম্মি, দেশের অর্থনীতিকে পঙ্গু ও বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
নাশকতাকারী ও মহলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের বর্বরতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তা না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যাতে, দুষ্কৃতিকারীরা পালানোর সময় পাবে না।
দেশ ও জনগণের স্বার্থে জ্বালাও-পোড়াও বন্ধ করতে প্রধানমন্ত্রীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান ফোরামের সদ্যস্যরা।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি ইয়াসিন করিম, কবি মোস্তফা ইকবাল, রাশিদা হক, কাজী মাসুদ আহম্মেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫