ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ বিকেলে প্রতীকী

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে শুক্রবার (৩০  জানুয়ারি) বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের আয়োজন করেছে, গণজাগরণ মঞ্চ, গৌরব একাত্তর, প্রাণের একাত্তর, ব্লগার অ্যান্ড অনলাইস একটিভিটিস নেটওয়ার্কস, চারু শিল্প সমাজসহ প্রায় ৫০টিরও বেশি সংগঠন।



বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘হোক প্রতিবাদ’র ব্যানারে এই সমাবেশ হবে বলে বাংলানিউজকে জানান মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠন গৌরব একাত্তরের সাধারণ সম্পাদক এসএম শাহীন।

তিনি জানান, প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, জাসদের সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, অধ্যাপক এ আরাফাত রহমান, অভিনেত্রী শমী কায়সার, নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, অভিনেতা ড. এনামুল হক, ফেরদৌসি প্রিয় ভাসিনি, কামাল পাশা চৌধুরী, চারু পিন্টু, অঞ্জন রায়সহ দেশের গণ্যমান্য আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।