ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বেনাপোলে বিদেশি পিস্তল উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ অস্ত্র উদ্ধার করা হয়।



বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার কুব্বত আলী বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামের রেজা নামে এক ব্যক্তির বাড়ির গেটের দরজার উপর থেকে ওই পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধাকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।