ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১৩ পেট্রোল বোমা উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
গাজীপুরে ১৩ পেট্রোল বোমা উদ্ধার, আটক ২

গাজীপুর: জেলা শহরের লক্ষ্মীপুরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে ৠাব-১। এ ঘটন‍ায় দু’জনকে আটক করা হয়েছে।



আটকদের নাম- সাগর মিয়া ও মনির হোসেন। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড গুলি।

জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি)  ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১’র (ৠাব) লে. কমান্ডার শেয়াইবের নেতৃত্বে টিম লক্ষ্মীপুরার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ১৩টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

তবে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৠাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসানও এ বিষয়ে কিছু জানেন না বলে বাংলানিউজকে বলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।