ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
মাগুরায় ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ‘বৈষম্যহীন সমাজ আর গণমুখি শিক্ষা চাই’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মাগুরা জেলা শাখার ১৫তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সৈয়দ আতর আলী অডিটরিয়ামে ছাত্র ইউনিয়নের জেলা আহ্বায়ক সুদেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিম।



শুক্রবার দুপুর ১২টায় সংগঠন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন করা উদ্বোধন হয়। পরে সম্মেলনের সাফল্য কামনায় ও শিক্ষা অধিকার বাস্তবায়নের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ্র, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তাহমিনা আক্তার স্বর্ণা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এটিএম আনিসুর রহমান ও পল্লব চক্রবর্তী প্রমুখ।

সম্মেলন থেকে ফিরোজ হোসেনকে সভাপতি, পল্লব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও স্বাক্ষর সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।   

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।